প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বোলারদের তোপের সামনে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল। ১৩২ রানের জয়ের লক্ষ্যে প্রথম ওয়ানডেতে ব্যাট করছে কিউইরা। এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই অধিনায়ক টম লাথাম।
এই রিপোর্ট লেখা অবধি নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান। উইকেটে আছেন, হেনরি নিকোলস (১৩) এবং ডেভন কনওয়ে (০)।
মাত্র ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের প্রথম চার বল বেশ দেখে শুনেই খেলেছেন মার্টিন গাপটিল। তবে প্রথম ওভারের শেষ দুই বলে যথাক্রমে চার আর ছয় হাঁকিয়ে ওভার শেষ করেন গাপটিল। আর সেই শুরু। টানা পাঁচ ওভারেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন দুই কিউই ব্যাটসম্যান। পঞ্চম ওভারেই তুলে নেন দলীয় অর্ধশতক।
দুর্দান্ত শুরুর পর কিউইদের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে আসেন তাসকিন আহমেদ। প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করলেও তৃতীয় বলে মার্টিন গাপটিলকে কট বিহাইন্ড করেন মুশফিকুর রহিমের হাতে। কিউইরা দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায়। আর মাত্র ১৯ বলে ৩টি চার আর ৪টি ছয়ে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন মার্টিন গাপটিল।
নিউজিল্যান্ড দলে আগে থেকেই নেই কেন উইলিয়ামসন ও রস টেলর। অভিজ্ঞ এ দুই ক্রিকেটারকে ছাড়া ২০১৪ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড।
তিন অভিষিক্ত ড্র্যায়েল মিচেল, ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে নিয়ে মাঠে নামছে টম লাথামের দল। প্রায় এক বছর পর ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।
এদিন কিউই অধিনায়ক টম লাথাম নিজের ১০০তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধি, উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্র্যায়েল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।
The post তাসকিনের আঘাতে ফিরলেন গাপটিল appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments