Ticker

6/recent/ticker-posts

Advertisement

আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

ঢাকা: ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্প্রতি ইসরাইলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্র পাঠিয়েছেন।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলি পুলিশ। এ সময় রাবার বুলেট, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে অন্তত ৩০০ জন ফিলিস্তিনি আহত হয়। শুক্রবারের পর থেকে ফিলিস্তনিদের উপর নিয়মিত হামলা চালাতে থাকে ইসরাইলি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার নতুন করে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই দিনই হামাস ইসরাইলে রকেট হামলা চালায়। জবাবে ইসরাইল গাজা উপত্যকায় বিমান হামলা করে। ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গাজায় এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

The post আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments