ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে ‘সংযত’ হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী, শীর্ষ পর্যায়ের একজন নেতা বিএনপির চেয়ারপারসন সম্পর্কে গতকাল কিছু রুচিহীন বক্তব্য দিয়েছেন। আমি তার নাম উল্লেখ করতে চাই না। কারণ, এটা আমার শিক্ষা দীক্ষার সঙ্গে যায় না।’
‘আরেকজন মন্ত্রী, যিনি ডক্টরেট-টক্টরেট করে এসেছেন, কিভাবে কী করেছেন, সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তিনিও আমাদের নেত্রী সম্পর্কে খুবই অশালীন ভাষায় কথা বলেছেন। আমি তাদের সেই কথার কোনো জবাব দিতে চাই না। শুধু এটুকু বলতে চাই, খালেদা জিয়া সম্পর্কে সংযত হয়ে কথা বলুন। তার পায়ের নখের সমানও হতে পারেন নি’ — বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে যে মতামত দেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি Per Incuriam বা ভ্রান্ত মতামত। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪০১ ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার । আদালত যদি বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও দেয়, তারপরও সরকার ফৌজদারি কার্যবিধি ‘৪০১ (১) এবং ৪০১(৪ ক) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে।’
মির্জা ফখরুল বলেন, ‘৪০১ (৪ক) ধারা পড়লে স্পষ্টত প্রতীয়মান হয় যে, কোনো আইনে যদি কোনো আদালত সাজাপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত নয় এমন কোনো ব্যক্তির চলাফেরার স্বাধীনতা খর্ব করে কোনো আদেশ দেন সেক্ষেত্রেও সরকার তা স্থগিত করে তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এটি সরকারের সহজাত ক্ষমতা কিংবা Inherent Power। দুদক আইন, ২০০৪ এ সরকারের এই ব্যাপক সহজাত ক্ষমতাকে খর্ব করা হয়নি। ফলে, দুদকেরও এখানে বলার কিছু নাই।’
The post ‘সংযত হয়ে কথা বলুন, খালেদার নখের সমানও হতে পারেন নি’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments