Ticker

6/recent/ticker-posts

Advertisement

রাজধানীর সাইন্সল্যাবে ট্রাক চাঁপায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা: রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ট্রাক চাঁপায় লতিফুর রহমান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পুলিশ সদস্য বলে জানা গেছে। শনিবার (১০জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে এক এ্যাম্বুলেন্স চালক পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া আরও জানান, মৃতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম লতিফুর রহমান (৩৩) বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায়। লতিফুর পুলিশের কনস্টেবল। হাইকোর্টে ডিউটি করতেন তিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম জানান, জানতে পেরেছি সাইন্সল্যাবে একটি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

The post রাজধানীর সাইন্সল্যাবে ট্রাক চাঁপায় পুলিশ কনস্টেবল নিহত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments