
এই তো সেদিন, দ্বিতীয় সন্তানের মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তৈমুরের পর কারিনা-সাইফের সংসারে এলো নতুন সদস্য। গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু এর মাঝেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন কারিনা কাপুর খান। যা শুনে বেশ অবাক হয়েছেন নেট-নাগরিকরা। প্রথমে যেন নিজের কান আর চোখকেই বিশ্বাস করতে পারছেন না তারা।
[caption id="attachment_571312" align="aligncenter" width="800"]
কারিনার পোস্ট[/caption]
কিন্তু না! কারিনার লেখা একটি বই প্রকাশ পাবে খুব শীঘ্রই। নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। আর সেটাকেই নিজের তৃতীয় সন্তান বলেছেন অভিনেত্রী। কারিনের কথায়, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগন্যান্সির নানা আপডেট সবার সঙ্গে ভাগ করে নেওয়া… কোনও দিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। তো কোনও কোনও দিন বিছানা ছেড়ে উঠতে মন চাইত না। আমার নিজস্ব অভিজ্ঞতা লেখা রয়েছে এই বইয়ে। শারীরিক ও মানসিক যে যে সমস্যা, পরিবর্তন আমি লক্ষ্য করেছি, তাই নিয়েই এই বই।’
[caption id="attachment_571313" align="aligncenter" width="800"]
কারিনার পোস্ট[/caption]
কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। সেসময় প্রেগন্যান্সির মধ্যেও চুটিয়ে কাজ করেছিলেন। আর ২০২১ সলের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা। করোনার কারণে সেসময় টুকটাক ফোটোশ্যুট তো করেছিলেনই, সঙ্গে একটি রেডিও শো-ও হোস্টিং করেছিলেন সুপার মম বেবো। আর মাসখানেকের মধ্যেই ফিরে গিয়েছেন পুরনো রুটিংয়ে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুরু করে দিয়েছেন শ্যুটও।
The post আবারও মা হচ্ছেন কারিনা কাপুর! appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments