Ticker

6/recent/ticker-posts

Advertisement

ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৪% কার্যকর কোভিশিল্ড

ভারতের সিরাম ইন্সস্টিটিউটে উৎপাদিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের দুই ডোজ নিয়েছেন এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনার ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডির খোঁজ মিলেছে। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।

এই গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে পারে। কিন্তু যারা কোভিশিল্ড ভ্যাকসিনের এক ডোজও নিয়েছেন তাদের মধ্যে ৫৮.১ শতাংশ ব্যক্তির শরীরে ভ্যারিয়েন্ট মোকাবিলায় সক্ষম অ্যান্টিবডি তৈরি হয়নি, বলছে ওই রিপোর্ট।

এ ব্যাপারে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান টি জ্যাকব জন বলেন, অ্যান্টিবডি পাওয়া যায়নি মানে একেবারে নেই, তা নয় কিন্তু। অ্যান্টিবডি এতটাই কম তৈরি হয়েছে যে তা ধরা পড়েনি। কোমর্বিডিটি অর্থাৎ মেধুমেহ, হাইপারটেনশন, হৃদরোগের সমস্যা যাদের আছে এবং ৬৫র বেশি যাদের বয়স তাদের শরীরে অ্যান্টিবডি কমই তৈরি হয়। পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাদের হয়তো তৃতীয় ডোজ নিতে হতে পারে।

The post ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৪% কার্যকর কোভিশিল্ড appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments