২৮ বছর পর আন্তর্জাতিক ট্রফি জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মাঠে এই মহাকাব্যের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। দলের পক্ষে করেছেন জয়সূচক গোলটি। হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ডি মারিয়া বলেন, আমরা প্রচুর স্বপ্ন দেখেছি এবং স্বপ্নটা পূরণ করতে সর্বোচ্চ যুদ্ধও করেছি।
২০১৪, ২০১৫ ও ২০১৬ পরপর তিন বছর ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। একটি বিশ্বকাপ, অন্যদুটি কোপা আমেরিকা। প্রতিবারই দলের গুরুত্বপূর্ণ সদস্য ডি মারিয়া ইনজুরির কারণে মিস করেছেন ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনাও পথ হারিয়েছে ফাইনালে। এবার কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই ছিলেন সতর্ক। প্রতি ম্যাচে অল্প অল্প করে খেলিয়ে ডি মারিয়াকেই তুলে আনলেন ফাইনালের বড় চমক হিসেবে। রেজাল্টও এসেছে সেই জায়গা ধরেই।
ম্যাচের ২২ মিনিটে ব্রাজিল রক্ষণ ভেঙে আদায় করা অসাধারণ গোলটির বিষয়ে ডি মারিয়া বলেন, রদ্রিগো ডি পল একটি পারফেক্ট পাস দিয়েছিলেন। আমি দ্রুত ফিনিশ করি। এই গোলের সঙ্গে সঙ্গে নাইজেরিয়ার বিপক্ষে করা এমন একটি গোলের কথাও স্মরণ করেন ডি মারিয়া। ‘মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি।’ যোগ করেন এই পিএসজি তারকা।
নিজের বাবা-মা, স্ত্রী-সন্তানদের সমর্থনের কথা স্মরণ করে ডি মারিয়া বলেন, আমি খুব খুশি। একটি বিশ্বকাপও শিগগিরই আসছে।
The post বিশ্বকাপের আশ্বাসও দিয়ে রাখলেন ডি মারিয়া appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments