চট্টগ্রাম ব্যুরো: ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল খেলা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) রাতে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।
রোববার বাংলাদেশ সময় সকাল ছয়টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এ খেলা শুরু হবে। সিএমপির বিজ্ঞপ্তিতে দুই দলের সমর্থকদের ‘উস্কানিমূলক আচরণ’ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য খেলার মতো ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ মাত্র। তাই এই খেলার হারজিতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করা হবে আইনশৃঙ্খলা পরিপন্থী আচরণ। এতে নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নগরবাসীর নিরাপত্তায় ইতিমধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
খেলার ফলাফল নিয়ে দুই দলের সমর্থকদের পরস্পরকে জড়িয়ে কোনো ধরনের উস্কানিমূলক আচরণ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরূপ আচরণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post মারাকানায় কোপা আমেরিকা ফাইনাল, চট্টগ্রামে পুলিশ মোতায়েন appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments