Ticker

6/recent/ticker-posts

Advertisement

উইম্বলডন ফাইনালে জোকোভিচ

বর্তমান চ্যাম্পিয়ন নোকভাক জোকোভিচ ডেনিশ শ্যাপোভালভকে হারিয়ে ৭ম বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠে এসেছেন। ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির মাত্তেও বেররেত্তিনি। আগামী রোববার উইম্বলডনের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন এই সার্বিয়ান মহাতারকা।

২২ বছর বয়সী কানাডার শ্যাপোভালভ জোকোভিচের বিপক্ষে লড়াইটা বেশ জমিয়েছিলেন। প্রথম সেটে প্রায় ধরাশায়ী করে ফেলেছিলেন জোকোভিচকে। এছাড়াও বাকি দুই সেটেও জোকোভিচকে কঠিন সময় উপহার দিয়েছেন এই কানাডিয়ান।

ফাইনালের পথে যেতে জোকোভিচ ৭-৬ (৭-৩); ৭-৫ এবং ৭-৫ গেমে প্রথম তিন সেট জিতে নেন জোকোভিচ।

ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ২৫ বছর বয়সী ইতালিয়ান মাত্তেও বেররেত্তিনি। ১৯৭৬ সালের পর এই প্রথম কোনো ইতালিয়ান খেলোয়াড় উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিয়েছেন।

রোববার ফাইনালে জোকোভিচ শিরোপা জিতলে রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের সঙ্গে সমান সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন। বর্তমানে জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা ১৯টি আর ফেদেরার ও নাদালের সমান ২০টি।

The post উইম্বলডন ফাইনালে জোকোভিচ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments