Ticker

6/recent/ticker-posts

Advertisement

ইরেশ ও মিথিলার ‘মিড নাইট সান’

পার্ট টাইম উবার চালান ইরেশ যাকের। রাত এগারোটার দিকে তার কাছে একটি নোটিফিকেশন আসে। গাড়ি নিয়ে একটি নাইট ক্লাবের সামনে দাঁড়ায় ইরেশ। তার যাত্রী মিথিলা। গন্তব্য ১০০ কিলোমিটার দূরে। তখন ইরেশ ভদ্রভাবে রাইডটি ক্যানসেল করে দিতে বলে। কিন্তু মিথিলার উপর্যুপোরি অনুরোধে না করতে পারে না সে।

শুরু হয় দীর্ঘ যাত্রা। গাড়ি শহরের রাস্তা পারিয়ে হাইওয়েতে পড়তেই পিছনের সিটে বসা মিথিলা নিশ্চিতে ঘুমিয়ে পড়ে। অর্ধেক পথ পেরুনোর পর আচমকা শুরু হয় মুষুলধারে বৃষ্টি সাথে দমকা হওয়া ও বিদ্যুতের ঝলকানি। এখন এ মধ্যরাতে ইরেশ মিথিলাকে কীভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিবে। বা এরপরেই বা তাদের জীবনে কী ঘটবে তা নিয়ে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘মিড নাইট সান’।

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রাফিয়াত রশিদ মিথিলা। নির্মাণ তরুণ নির্মাতা আরিফ এ আহনাফ। রচনা করেছেন ফরহাদ হোসেন।

ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো এক সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ইরেশ ও মিথিলা।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ঈদ আয়োজনে দেখা যাবে নাটকটি।

The post ইরেশ ও মিথিলার ‘মিড নাইট সান’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments