
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাত করে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা এলাকায় সড়কে তার লাশ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।
নিহত মেহেদি হাসানের বয়স ১৪ বছর। ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া এলাকায় তার বাড়ি বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম সারাবাংলাকে জানান, মেহেদি হাসান পটিয়া পৌরসভা থেকে ছনহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চালাত। অনেক সময় রাতভর রিকশা চালাত। গত (শুক্রবার) রাতে রিকশা নিয়ে বের হওয়ার পর শনিবার সকালে তার লাশ ধাউরডেঙ্গা এলাকায় সড়কের পাশে পড়েছিল। পুলিশ লাশ উদ্ধারের পর বুকে ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে।
‘আমরা জানতে পেরেছি, মেহেদি হাসান রিকশা নিয়ে বের হয়েছিলেন। তার রিকশাটি পাওয়া যায়নি। এখন রিকশা ছিনতাই করার জন্য তাকে খুন করা হয়েছে কি না সেটি আমরা তদন্ত করে বের করব। আদৌ রিকশা ছিল কি না সেটিও আমরা এখনও নিশ্চিত নয়। অনেকটাই ক্লুলেস মার্ডার এটা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।’- বলেন রাশেদুল ইসলাম
The post চট্টগ্রামে ১ কিশোর রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
 
0 Comments