ঢাকা: নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারঘোষিত বিধিনিষেধের ১১ দিন চলছে রোববার। বিধিনিষেধ চলমান থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ির চাপ রয়েছে। দোকানপাটও খোলা রয়েছে অধিকাংশ এলাকায়।
রোববার (১১ জুলাই) মৎস্যভবন এলাকায় দেখা যায় ত্রিমুখি গাড়ির চাপ। মৎস্যভবন মোড়ে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের সক্রিয়তা তেমন চোখে পড়েনি। এ ছাড়া সেগুনবাগিচার অলিগলিতে মানুষের জটলা দেখা গেছে বেশি। খোলা রয়েছে হোটেল-খাবার দোকানগুলোও। সেখানেও মানুষের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে বেশি।
পুরানা পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার দুইপাশের দোকানগুলো শাটার অর্ধেক নামিয়ে খোলা রাখা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবসহ আশেপাশের এলাকায় ব্যক্তিগত গাড়ির আধিক্য রয়েছে।
গুলিস্তানেও ফলের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
পল্টনে রাসেল নামে এক দোকানদার বলেন, ‘ঘর ভাড়া দিতে হবে, চলতে হবে। ঘরে বাজার নেই, খাবার নেই। সরকার আমাদের খাবার দিক আমরা ঘরে থাকব। কোনো উপায় নেই বলেই তো বাধ্য হয়ে বের হয়েছি।’
স্থানীয় ফলের ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কী করব। অভাব-অনটন বেশি।’
দোকান খোলা রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশের সহযোগিতা নিয়েই দোকানপাট খোলা রেখেছি।’
The post দোকানপাট খোলা, গাড়ির চাপও বেশি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments