
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এক দিনে সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে এটা নতুন রেকর্ড। একইসময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
সোমবার (১২ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ২ হাজার ১৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮২১ জন। শনাক্তদের মধ্যে নগরীর ৫২৭ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ২৯৪ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ।
চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাটহাজারীতে সর্বোচ্চ পরিমাণ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। হাটহাজারীতে ৫৭ জন, মীরসরাইয়ে ৩৮ জন, রাউজানে ৩৫, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীতে ২৭ জন করে, আনোয়ারায় ২৩ জন, পটিয়ায় ১৭ জন, সন্দ্বীপে ১৬ জন, সীতাকুণ্ডে ১৪ জন, চন্দনাইশে ১২ জন, বাঁশখালীতে ১১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া সাতকানিয়ায় ৮ জন, ফটিকছড়িতে ৬ জন ও লোহাগাড়ায় ৩ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন নগরীর ও বাকি ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭০৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। মারা যান ১৪ জন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৫ হাজার ৮২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫০ হাজার ৬৬১ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৫ হাজার ১৬৮ জন।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৮০ জন। এর মধ্যে নগরীর ৫০০ জন এবং বিভিন্ন উপজেলার ২৮০ জন আছেন।
The post চট্টগ্রামে এবার এক দিনে শনাক্ত ৮০০ ছাড়াল appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments