Ticker

6/recent/ticker-posts

Advertisement

ব্রাজিলে বলসোনারোবিরোধী বিক্ষোভ, দুর্নীতি তদন্তের নির্দেশ

করোনা ভ্যাকসিন কেনার চুক্তিতে নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগে উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে। দেশটির সর্বোচ্চ আদালাত এ ব্যাপারে তদন্ত শুরু করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছে।

এদিকে, শনিবার (৩ জুলাই) রিও ডি জেনিরিওতে বলসোনারোর পদত্যাগ দাবি করে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দেশটিতে করোনা আক্রান্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যুর জন্য প্রেসিডেন্ট বলসোনারোর নীতিকেই দায়ী করছেন তারা।

এর আগে, করোবনা সংক্রমণ শুরু হওয়ার মাঝামাঝি থেকেই ব্রাজিলের সাধারণ জনগণ জাইর বলসোনারোর ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছিলেন। বিশেষতঃ করোনা সংক্রমণ নিয়ে তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, হালকাভাবে দেখার নীতি, কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে তিনি দেশে এবং দেশের বাইরে সমালোচিত হয়েছেন।

এবার, ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিন কেনার ব্যাপারে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে বলসোনারোর বিরুদ্ধে। এতে করে আগে থেকেই চলমান বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়েছে।

The post ব্রাজিলে বলসোনারোবিরোধী বিক্ষোভ, দুর্নীতি তদন্তের নির্দেশ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments