Ticker

6/recent/ticker-posts

Advertisement

ভ্যাকসিনের নিবন্ধনে জটিলতা, ভোগান্তিতে ইবি শিক্ষার্থীরা

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ভ্যাকসিন পেতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সঠিক তথ্য পুরণ করেও অ্যাপে নিবন্ধন করতে পারছে না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তাই নিবন্ধনে জটিলতা দূর করে দ্রুত ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে ইউজিসির নির্দেশনা মোতাবেক সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহা. আতাউর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে (সঠিক এনআইডি নম্বরসহ) ইউজিসি থেকে প্রেরিত পত্র মোতাবেক সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সংক্রান্ত ফরম যেসব শিক্ষার্থী পূরণ করেছে তাদেরও অ্যাপে নিবন্ধন করতে হবে।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি বলে জানা গেছে। সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে জাতীয় পরিচয় পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকায় বিপাকে পড়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা তাসনিন বলেন, ‘আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র (এনআইড) নাই। এ মুহূর্তে আমরা কীভাবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আবু সোহান বলেন, ‘সম্প্রতি করোনার ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। বিদ্যমান এই পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে। বিশ্ববিদ্যালয়গুলো দেড় বছর যাবৎ বন্ধ। ভ্যাকসিন দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভ্যাকসিনের জন্য কয়েকবার রেজিস্ট্রেশন করেছি। এবার সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে ইউজিসি।’

তিনি আরও বলেন, ‘আবাসিক ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন করতে বারবারই বিড়ম্বনার শিকার হচ্ছি। নিজের সকল তথ্য প্রদান করার পরেও রেজিস্ট্রেশন করতে পারছি না। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। এরকম প্রহসন মেনে নেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। কোনো রকম বিড়ম্বনা এবং প্রতিবন্ধকতা ছাড়াই আমরা রেজিস্ট্রেশন করে দ্রুত ভ্যাকসিন নিতে চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, ‘ইউজিসি থেকে এ সংক্রান্ত একটা চিঠি পেয়ে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। পরে বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের চেষ্টা করছি।

The post ভ্যাকসিনের নিবন্ধনে জটিলতা, ভোগান্তিতে ইবি শিক্ষার্থীরা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments