Ticker

6/recent/ticker-posts

Advertisement

প্রেসিডেন্টের পদত্যাগ চান ব্রাজিলের ৫৪ ভাগ নাগরিক: জরিপ

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনোরোর পদত্যাগ চান দেশটির বেশিরভাগ নাগরিক। শনিবার (১০ জুলাই) ডাটাফোলহা নামক প্রতিষ্ঠানের এক সমীক্ষায় দেখা গেছে ব্রাজিলের ৫৪ শতাংশ নাগরিক তাকে সরে বলছেন। রয়টার্সের খবর।

২০১৯ সালের জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো জরিপে ৫০ শতাংশের বেশি মানুষ জইর বলসোনোরোর বিরুদ্ধে মত দিয়েছেন।

ডাটাফোলহার জরিপে ব্রাজিলের ৫৪ শতাংশ মতদাতা জানিয়েছেন, পদত্যাগ না করলে পার্লামেন্টের নিম্নকক্ষ বলসোনোরোকে যেন অভিশংসন করে। তবে জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ মতদাতা বলসোনোরোর পক্ষে রায় দিয়েছেন।

এছাড়া ডাটাফোলহার পৃথক এক জরিপে ৫১ শতাংশ ব্রাজিলিয়ান বলসোনোরোকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিতে রাজি নন বলে জানিয়েছেন।

ডাটাফোলহার জানিয়েছে, ব্রাজিলের বিভিন্ন দল, মত ও অঙ্গনের ২,০৭৪ জন নাগরিকের সরাসরি সাক্ষাৎকার নিয়ে এ জরিপ করা হয়েছে। এতে মার্জিন অব এরর ২ শতাংশ।

উল্লেখ্য, ব্রাজিলের ডানপন্থী নেতা বলসোনোরো সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয়ে অনিয়ম ও অন্যান্য কিছু খাতে ঘুষ দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলসোনোরো। মহামারি পরিস্থিতি তার সরকারেরই জারি করা বিধিনিষেধ বহুবার লঙ্ঘনের দায়ে সমালোচিত হয়েছেন। ডাটাফোলহার জরিপে এসবেরই প্রতিফলন দেখা গেছে।

The post প্রেসিডেন্টের পদত্যাগ চান ব্রাজিলের ৫৪ ভাগ নাগরিক: জরিপ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments