Ticker

6/recent/ticker-posts

Advertisement

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সাড়ে এগারোটায় (ইস্টার্ন ডেলাইট টাইম) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর আগের দিনের তুলনায় ৬ শতাংশ কমেছে। বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে নতুন করে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। তবে এদিন বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দর বেড়েছে।

ওয়েল প্রাইসের তথ্যমতে, সোমবার সাড়ে এগোরাটায় (ইডিটি) বিশ্ববাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪২ মার্কিন ডলার কমে বিক্রি হয়েছে ৬৬ দশমিক ৪৪ মার্কিন ডলারে। একই সময় ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৯ দশমিক ৬৯ মার্কিন ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৮৩ ডলার বা ৫ দশমিক ২১ শতাংশ কম।

মূলত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ ভোক্তা দেশগুলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশের পরই বাজার নিম্নমুখি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বড়দিনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, ফলে ছুটির আগেই করোনাকালীন কঠোর বিধিনিষেধ ফের জারি হতে পারে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, ফের ওয়ার্ক ফ্রম হোম নীতিতে ফিরতে পারে তার দেশ। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বড়দিনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ব্যাপক মাত্রায় বেড়ে যেতে পারে।

মহামারির নতুন ঢেউয়ের আশঙ্কায় বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে নানা আয়োজন সীমিত করা হচ্ছে। বেশ কয়েকটি দেশ ভ্রমণেও কড়াকড়ি আরোপ করেছে। উল্লেখ্য যে, বিশ্বের ৮৯টি দেশে ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শীর্ষ ভোক্তা দেশগুলো ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করলে তেলের বাজারে আবারও বড় দরপতন দেখা যেতে পারে।

The post বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments