Ticker

6/recent/ticker-posts

Advertisement

মাঝনদীতে লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের লাশ উদ্ধার

ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এম‌ভি অভিযান-১০ নামে একটি ল‌ঞ্চে আগুনের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর দগ্ধ ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকাজে সংশ্লিষ্টরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাতে সুগন্ধা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সারাবাংলাকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে আমরা আগুনের খবর পাই। সুগন্ধা নদীর মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। সকাল নয়টার দিকে ঝালকাঠির ডিসি মো. জোহর আলী জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে ১৬ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ৭০ জনকে দগ্ধ অবস্থায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিল বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যায় অভিযান-১০। রাত তিনটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানি নিহত, দগ্ধ ৭ লঞ্চ থেকে জীবিত উদ্ধার যাত্রীরা ধারণা করছেন, ইঞ্জিনের পার্শ্ববর্তী রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

The post মাঝনদীতে লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের লাশ উদ্ধার appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments