বেনাপোল (যশোর): মাদক মামলার আসামি রাজু শেখ ওরফে রাজন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম গেটের সামনে ইজিবাইক থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান রাজু। এ সময় তাকে ধাওয়া করেও আটক করতে পারেনি পুলিশ।
রাজু শেখ ওরফে রাজন যশোর সদরের তফসীডাঙ্গা পুলেরহাট এলাকার আকাশ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে ৩ পুলিশ কনস্টেবলসহ একটি ইজিবাইকে করে আসামি রাজু শেখ ওরফে রাজনকে শার্শা থেকে আদালতে নেওয়া হচ্ছিল। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম গেট দিয়ে ঢুকতেই ওই আসামি পুলিশকে ধাক্কা দিয়ে চলন্ত ইজিবাইক থেকে দৌড়ে জেলা জজ আদালতের ভেতরে ঢুকে ভবনের পূর্ব দিক দিয়ে বের হয়ে যায়। রাজুর পিছু নিয়ে পুলিশকে দৌড়াতে দেখে একজন হিজড়া তাকে ধরে ফেললে হাতে কামড় দিয়ে পালায় সে।
পুলিশ জানিয়েছে, রাজু শেখ ওরফে রাজনকে ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জুডিসিয়াল আদালত ভবনের গেট দিয়ে ভেতরে ঢুকতেই আসামি রাজু কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
The post পুলিশকে ধাক্কা মেরে পালালো আসামি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments