Ticker

6/recent/ticker-posts

Advertisement

দিন দিন নৌ সেক্টরে উন্নতি হচ্ছে: খালেদ মাহমুদ

ঢাকা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় বলেই দিন দিন নৌ সেক্টরে উন্নতি হচ্ছে। সকল তদন্ত সুপারিশ আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেছি। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঝালকাঠির লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে এসে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এমন ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা আগে ছিল না। আমরা একটি তদন্ত কমিটি করেছি। অনেক ধরনের মতামত আমরা পেয়েছি। লঞ্চের ইঞ্জিন রুমের পাশেই রান্নাঘর বসানোর বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা বলছি লঞ্চের নকশাগুলো স্বাস্থ্যসম্মত নয়। এই অবস্থা নিয়ে যাত্রীসেবা দেওয়া খুব কঠিন। এই জায়গায় আমাদের ভাবতে হবে। ইলেক্ট্রিসিটির যে তার লঞ্চে ব্যবহার করা হয় সেখানেও ঝুঁকি আছে। এখানে দুর্বল, সাশ্রয়ী ক্যাবল ব্যবহৃত হয়। যারা সার্ভে করে তাদের এ জায়গাগুলো সঠিকভাবে দেখতে হবে। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের একটা যাত্রী কল্যাণ ফান্ড আছে। তারা যেহেতু আমাদের যাত্রী ছিলেন, তারা আমাদের অংশীজন। শুধু এ ঘটনাই না, নৌ সেক্টরে সকল ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে সরকার আছে।

The post দিন দিন নৌ সেক্টরে উন্নতি হচ্ছে: খালেদ মাহমুদ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments