
ইউক্রেন সীমান্ত থেকে ১০ হাজার সৈন্য প্রত্যাহার করেছে রাশিয়া। শনিবার (২৫ ডিসেম্বর) দেশটির দক্ষিণ সামরিক কমান্ড সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়। রুশ বার্তাসংস্থা ইন্টারফেক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত সংলগ্ন এলাকায় মহড়া শেষে ১০ হাজার সেনা তাদের মূল ঘাঁটিতে ফিরে যাবে। কমান্ডের তরফ থেকে নিশ্চিত করা হয়, গত এক মাস ইউক্রেন-রাশিয়া সীমান্তের বিভিন্ন অঞ্চলে এবং ক্রিমিয়া ও অবলাস্টে নানামুখি সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনারা। সম্প্রতি ইউক্রেন সীমান্তে দেড় লাখের বেশি নিয়মিত সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের শেষ উপলক্ষে দেওয়া এক ভাষণে বলেছেন, ইউক্রেনের ডনবাসবাসীরা কখনই নিজেদের রাশিয়া থেকে আলাদা মনে করে না। এছাড়া শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রী বসনিয়ার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করলে ইউরোপে বড় পরিসরে যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। উত্তেজনাকর এমন পরিস্থিতিতে ১০ হাজার রুশ সেনা প্রত্যাহারের খবর এলো। আরও পড়ুন-
The post ইউক্রেন সীমান্ত থেকে ১০ হাজার সেনা প্রত্যাহার করেছে রাশিয়া appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments