Ticker

6/recent/ticker-posts

Advertisement

‘ডলারের জায়গা নেবে বিটকয়েন’

যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোর্সি বলেছেন, ক্রিপটোকারেন্সি (বিটকয়েন) অচিরেই ডলারের জায়গা দখল করে নেবে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) টুইটারে সঙ্গীতশিল্পী কার্ডি বি'র এক প্রশ্নের জবাবে নিজের এই অবস্থান তুলে ধরেন জ্যাক। https://twitter.com/jack/status/1473089482576564225

পরে, তার ওই মন্তব্যের নিচে ক্রিপটোকারেন্সিবিরোধীরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন।

এদিকে, ক্রিপটোকারেন্সির কট্টর সমর্থক জ্যাক ডোর্সি চলতি বছরে মিয়ামিতে এক সম্মেলনে যোগ দিয়ে বলেছিলেন, ক্রিপটোকারেন্সি তার জীবন বদলে দিয়েছে, এখন এর চেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনে আর কিছুই নেই।

অন্যদিকে, জ্যাকের প্রতিষ্ঠান ব্লক ক্রিপটোকারেন্সিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এ বছরের অক্টোবরে বিটকয়েন ম্যাগাজিন জানিয়েছে। ব্লকের মালিকানায় আট হাজার ২৭টি বিটকয়েন রয়েছে। যার বাজার মূল্য ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার।

পাশাপাশি, অধুনা তৈরি হওয়া প্রযুক্তি প্ল্যাটফর্ম ওয়েব থ্রি'র সমালোচনা করে সিরিজ টুইট করেছেন জ্যাক ডোর্সি।

The post ‘ডলারের জায়গা নেবে বিটকয়েন’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments