২৫ ডিসেম্বর। যিশু খ্রিষ্টের জন্মদিন। ক্রিসমাস কিংবা বড়দিন নামেই পরিচিত। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সেই উৎসব সামনে রেখে গোটা বিশ্বেই চলছে প্রস্তুতি। দিনটিতে আনন্দ-উল্লাসে মাততে অপেক্ষা মাত্র আর দুই দিনের। ছেলে-বুড়ো সবাই যেন দিনটির অপেক্ষায় প্রহর গুনছেন। দেশের বিভিন্ন গির্জা এবং খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে জমজমাট সব আয়োজন থাকে বড়দিন ঘিরে। এর বাইরেও তারকা হোটেলগুলোতে থাকে বিশেষ আয়োজন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে বড়দিন সামনে রেখে সেই প্রস্তুতির ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
[gallery link="none" columns="1" size="full" ids="627393,627395,627388,627387,627389,627390,627391,627392"]The post আলো ঝলমলে বড়দিনের প্রস্তুতি [ছবি] appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments