Ticker

6/recent/ticker-posts

Advertisement

বান্দরবানে ‌নিখোঁজ পর্যট‌ক ২ ভাইবোনের লাশ উদ্ধার

বান্দরবান: তারাছার বাধরা ঝরনার পার্শ্ববর্তী সাঙ্গু নদী‌তে গোসল কর‌তে নে‌মে নিখোঁজ হওয়া পর্যটক ভাইবো‌নের ম‌ধ্যে বো‌ন আদ‌নিন (১৬) ও মো. আহনাফ আকিবের (২২) লাশ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিস। তারা নারায়ণগ‌ঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলা‌মের সন্তান।

শ‌নিবার (২৫ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে নয়টার দিকে রোয়াংছ‌ড়ির তারাছা ইউ‌নিয়‌নের ‌বেতছড়ার বাধরা ঝরনার পা‌শে সাঙ্গু নদী‌ থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবা‌ন থে‌কে ১০ জন পর্যটক নৌকা‌তে ক‌রে সাঙ্গু নদী প‌থে বেতছড়া বেড়া‌তে যায়। এ সময় তাদের ম‌ধ্যে ৮ জন ‌বেতছড়ার বাধরা ঝরনার পা‌শে নদী‌তে গোসল কর‌তে নাম‌লে পা‌নির স্রো‌তে ভেসে যায়। প‌রে স্থানীয়রা ছয়জন‌কে জী‌বিত উদ্ধার কর‌লেও ভাইবোন নিখোঁজ হয়। প‌রে শুক্রবার পু‌লিশ, সেনাবা‌হিনী, দমকল বা‌হিনী ও স্থানীয়রা অনেক চেষ্টা ক‌রেও তা‌দের লাশ উদ্ধার কর‌তে পা‌রে‌নি। শ‌নিবার সকা‌লে আবারও উদ্ধার কাজ শুরু কর‌লে আদ‌নি‌নের লাশ উদ্ধার কর‌তে সক্ষম হয় উদ্ধারকারীরা।

বান্দরবান রোয়াংছ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, ১০ জন পর্যটক বেতছড়ায় নৌকা নি‌য়ে বেড়া‌তে গে‌লে সেখা‌নে বাধরা ঝরনার পা‌শে নদী‌তে ৮ জন গোসল কর‌তে নাম‌লে স্রো‌তে ভে‌সে গি‌য়ে দুজন নিখোঁজ হ‌য়। তা‌দের উদ্ধার কর‌তে পু‌লিশ, সেনাবা‌হিনী ও দমকল বা‌হিনীর সদস‌্যরা ঘটনাস্থ‌লে আছে।

The post বান্দরবানে ‌নিখোঁজ পর্যট‌ক ২ ভাইবোনের লাশ উদ্ধার appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments