ঠাকুরগাঁও: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের (১৬) মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরমান (১৪) এবং গালিফ হোসেন (১৭) নামের আরও দুই জন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের দূরামারী মসজিদের সামনে রুহিয়া সড়কে এই ঘটনা ঘটে।
মৃত এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান (১৬) রুহিয়া থানার সেনিহাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল মালেকের ছেলে, সে লেখাপড়ার কারণে নানাবাড়ি পরিষদপাড়ায় থাকত।
পুলিশ বলছে, এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি। তবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় অনেকেই মনে করছেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা জড়িত থাকতে পারেন।
জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বলেন, দুটি ছেলে মোটরসাইকেলে ছিল বা বিসিকের সামনে বসেছিল। তারপর কারও সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি মারা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। যদি শনাক্ত করা যায়, তাহলে সে যে কেউ হোক না কেন তাদের গ্রেফতার করা হবে।
The post দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু, আহত ২ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments