
মানিকগঞ্জ: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা আরিচা মহাসড়কে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। পাটুরিয়া আরসিয়াল মোড় থেকে মহাসড়কের মহাদেবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।
ঘাটে শুধুমাত্র ছোট গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, প্রাইভেটকার, মাইক্রেবাস ও জরুরি পণ্যবাহী পরিবহন প্রবেশ করতে পারলেও অন্য কোনো গণপরিবহন ঢুকতে পারছে না। ফলে বুধবার (১২ মে) ভোর থেকে মহাসড়কে গাড়ির চাপ অতিমাত্রায় বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭টি ফেরি দিয়ে ছোট গাড়ি ও মানুষ পারাপার করা হচ্ছে। বড় কোন বাস ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। জরুরি পরিবহন, ছোট গাড়ি এবং মানুষের চাপ বেড়ে যাওয়ায় সবগুলো ফেরি সচল রাখা হয়েছে বলে ঘাট কর্তপক্ষ জানিয়েছেন। তবে কোনো যানজট নেই।
এদিকে ঘাটে যানবাহন প্রবেশ করতে না পারায় মহাসড়কে আটকে পড়া যাত্রীরা সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা তারা যানজটে আটকে থাকছেন।
The post পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ, মহাসড়কে তীব্র যানজট appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments