Ticker

6/recent/ticker-posts

Advertisement

বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ল

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আরো সাত দিন বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৪ জুলাই মধ্য রাতে শেষ হচ্ছে।

সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের বিধিনিষেধের ধারাবাহিকতায় আরো সাত দিন অর্থাৎ ৭ জুলাই থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে আরও সাতদিন বিধিনিষেধ বাড়াতে সুপারিশ করেছিল কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলমান। এ সময়ে দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণপরিবহন, দোকান পাট শপিং মল বন্ধ রয়েছে।

The post বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ল appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments