Ticker

6/recent/ticker-posts

Advertisement

হাসপাতালে চিকিৎসাধীন ৫০ শতাংশের বেশি করোনা রোগী গ্রামের

ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অর্ধেক রোগী গ্রাম থেকে আসা। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য দিয়েছেন।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, ‘এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি–জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না, বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। পরে রোগের তীব্রতা বাড়লে হাসপাতালে আসছেন। তখন তাদের ৫০ শতাংশেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে।’

‘রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ সব বিষয়ে জানতে পেরেছি। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি’ বলেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি।

দেশে বর্তমানে করোনা সংক্রমণের হার বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রোববার (৪ জুলাই) দেশে রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা এ নাগাদ সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

 এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে এবং মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

The post হাসপাতালে চিকিৎসাধীন ৫০ শতাংশের বেশি করোনা রোগী গ্রামের appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments