Ticker

6/recent/ticker-posts

Advertisement

আগুনপাখির ডানায় ডানায় মৃত্যু [ছবি]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস ও সজীব গ্রুপের খাদ্যপণ্যের কারখানায় আগুন লাগে বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ছয়টায়। সেই আগুন নিয়ন্ত্রণে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট কাজ করে সফল হয়।

আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনের ভেতর থেকে একের পর এক মরদেহ বের হতে থাকে। অর্ধশতাধিক প্রাণ আগুনের লেলিহান শিখায় এমনভাবে দগ্ধ হয়ে যায় যে কোনটা কার মরদেহ তা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাতে হচ্ছে।

উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার পরই ওই ভবনের চারদিকে নিখোঁজ এবং মৃতদের স্বজনরা ভিড় জমাতে শুরু করেন। তাদের আহাজারিতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। আগুন লাগার খবরে সেখানে ছুটে গিয়ে, আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত ঘটনাপ্রবাহ ক্যামেরাবন্দি করেছেন—

সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

[gallery link="none" columns="1" size="full" ids="571233,571234,571235,571236,571237,571238,571239,571240,571241,571251,571252,571253,571254,571255,571256,571257,571258,571259,571260,571261,571262" orderby="rand"]

The post আগুনপাখির ডানায় ডানায় মৃত্যু [ছবি] appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments