
ঢাকা: রাজধানীতে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার ‘অনুরোধ’ জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান।
বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলার হাসপাতাল, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সব ধরনের মাতৃসদনকেন্দ্র, হেলথ ক্লিনিকসহ এ ধরনের সব প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসারদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঢাকা জেলার হাসপাতালগুলোতে বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার কাছে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান প্রদান বা মন্তব্য না করার অনুরোধ করা যাচ্ছে।
একইসঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
চিঠিতে বলা হয়, এসব কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। কোনো তথ্য উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে ঢাকা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
এর আগে একইদিন দেওয়া প্রথম চিঠিতে ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ দেন জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান।
চিঠিতে বলা হয়, প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
পরবর্তীতে আরেকটি অফিস বিজ্ঞপ্তিতে তারা গণমাধ্যমকে নির্দেশক্রমে শব্দ পরিবর্তন করে অনুরোধ শব্দ যোগ করা হয়।
The post হাসপাতালের রোগীদের তথ্য গণমাধ্যমে না দেওয়ার অনুরোধ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments